Skip to content

১২ই নভেম্বর, ২০২৪ খ্রিষ্টাব্দ | মঙ্গলবার | ২৭শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

লিচুর খোসায় রূপচর্চা

গ্রীষ্ম মৌসুমের জনপ্রিয় ফল লিচু। রসালো এই ফল ছোট-বড় সবার পছন্দের। লিচু খেয়ে লিচুর খোসা ফেলে দিতে হয়, এটাই প্রচলিত নিয়ম। কিন্তু, লিচুর খোসাও অনেক উপকারী। রূপচর্চায় ব্যবহার করা যায় এই লিচুর খোসা। চলুন, জেনে নেওয়া যাক লিচুর খোসা দিয়ে রূপচর্চার নিয়ম।

ঘাড়ের কালো দাগ
লিচুর খোসা দিয়ে ঘাড়ের জেদি কালো দাগ দূর করা যায়। এর জন্য খোসা বেটে লেবুর রস, নারকেল তেল, হলুদ মিশিয়ে পেস্ট তৈরি করতে হবে। এই পেস্ট ঘাড়ে দিয়ে ম্যাসাজ করতে হবে। এতে ঘাড়ের মৃত কোষ দূর হবে।

ফেস স্ক্রাব
লিচুর খোসা ফেস স্ক্রাব হিসেবে ব্যবহার করা যেতে পারে। এর জন্য ব্লেন্ডারে খোসা রেখে চালের গুড়ো, অ্যালোভেরা জেল ও গোলাপ জল দিয়ে পেস্ট করে নিতে হবে। এরপর এই পেস্ট মুখে ম্যাসাজ করতে হবে। কিছুক্ষন পর পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিতে হবে। এতে মুখ হবে উজ্জ্বল।

পায়ের ময়লা
পায়ের গোড়ালির ময়লা পরিষ্কার করতে লিচুর খোসা খুবই সহায়ক। এর জন্য খোসা পিষে মুলতানি মাটি, আপেল ভিনেগার, বেকিং সোডা মিশিয়ে নিতে হবে। এরপর এই পেস্ট গোড়ালিতে লাগাতে হবে। ২০ মিনিট পর পানি দিয়ে পরিষ্কার করে নিতে হবে। দূর হবে পায়ের ময়লা।

ডাউনলোড করুন অনন্যা অ্যাপ