Skip to content

১৪ই অক্টোবর, ২০২৪ খ্রিষ্টাব্দ | সোমবার | ২৯শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

মির্জা ফখরুল হাসপাতালে ভর্তি

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অসুস্থ হয়ে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি হয়েছেন।

সোমবার সকাল ১০টার দিকে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে নিশ্চিত করেছেন বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ের মিডিয়া উইংয়ের সদস্য কর্মকর্তা শামসুদ্দীন দিদার।

তিনি বলেন, মহাসচিব অসুস্থবোধ করলে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তাকে ভর্তি করা হয়েছে। এর পর পরই তার স্বাস্থ্য পরীক্ষা শুরু হয়েছে।

দিদার জানান, মির্জা ফখরুল আগে থেকেই বিভিন্ন ধরনের রোগে আক্রান্ত। তিনি কয়েকবার বিদেশে চিকিৎসা করিয়েছেন।

এদিকে সেগুন বাগিচায় রিপোর্টার্স ইউনিটিতে একটি অনুষ্ঠানে অংশ নেয়ার কথা ছিল মির্জা ফখরুলের। কিন্তু অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি থাকায় তিনি যেতে পারবেন না।

ডাউনলোড করুন অনন্যা অ্যাপ