ভালো লাগে হেমন্তে
ভালো লাগে হেমন্তে শিশির ঝিলিক,
তেজহীন সূর্যের আলো ঝিকিমিকি।
ভালো লাগে হেমন্তে শীতল বাতাস,
মেঘহীন ঝলমলে সুনীল আকাশ।
ভালো লাগে হেমন্তে সবুজাভ ঘাস,
শিউলি, কামিনী আর বকুল সুবাস।
ভালো লাগে হেমন্তে মাঠে পাকা ধান,
কৃষকের ধানকাটা, মউ মউ ঘ্রাণ।
ভালো লাগে হেমন্তে পিঠাপুলি খাওয়া,
নবান্ন উৎসবে মেতে গান গাওয়া।
ভালো লাগে হেমন্তে ফসলের হাসি,
ভালো লাগে হেমন্ত তাই ভালোবাসি।