Skip to content

২রা জুন, ২০২৩ খ্রিষ্টাব্দ | শুক্রবার | ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

মানুষের হালচাল ও পৃথিবী

যখন হেঁটে যাও মানব সভ্যতা
ভালোবাসার সিঁড়িগুলো ফিরে চায়।
থামো, চলো, ফিরে তাকাও-
বিরামহীন ধাপ সমষ্টি ডিঙ্গিয়ে
যাওয়া তোমার ধর্ম।

 

যুদ্ধ কর-
সময়, বাস্তবতা, সত্যের সাথে অসত্যের।
স্বপ্ন দ্যাখ,
সুখের পেছনে ছুটে যাও,
তুমি তার ঠিকানা জানো না।

 

ত্রি-চক্র যানে চালক যেমনিভাবে
এগিয়ে যায় শহরের আঁকাবাঁকা পথে।
মাঝি অজানা দিগন্তে খোঁজে
ভাটিয়ালী সুর।

 

মাঝে মাঝে সেই অনাকাঙ্ক্ষিত বা কাঙ্ক্ষিত
গন্তব্য পাওয়ার উন্মাদনায় পশু হয়ে উঠো,
পায়ের নিচের মাটিকে মনে হয় অচেনা।

 

নিজ প্রয়োজনে মানুষের ঘাড় মাথা পিষে
আকাশ ধরতে চাওয়া তোমাদের লক্ষ্য।
তাই আজ পৃথিবী তার
লাভ ক্ষতির হিসাব কষতে বসেছে।

 

 

ডাউনলোড করুন অনন্যা অ্যাপ