কালো ছায়ায় অপরাধীর মুখ
যখন আমাদের কালো সর্পিল ছায়াগুলো
দীর্ঘ হতে হতে পৃথিবীর সমান বড় হবে,
তখন আমরা ফের খুজে বেড়াবো আলো;
কিন্তু তখন কোথাও কোনো আলো থাকবে না ।
আমরা তখন মরে যেতে চাইবো
আমরা চাইবো কবরে চলে যেতে,
কেননা আমাদের মনে হবে এতো অন্ধকারে
বেঁচে থাকার চেয়ে কবরে চলে যাওয়াই শ্রেয়;
কবরের কালো নিশ্চয়ই এমন কুচকুচে কালো নয়।
কিন্তু আমরা সহজে মরতে পারবো না,
মরণ আমাদের মতো নির্লজ্জ অপরাধীদের
এতো সহজে মরতে দিতে পারে না।