মনমিলনের কুরুক্ষেত্র

বুঝিনা তোর মতিগতি
ভাবখানা তোর অবুঝ অতি
মনের মিলন নাইবা হল
তাতে আবার কিসের ক্ষতি?
হেলায় হেলায় আর কত দিন
দুষ্টুমনের নষ্ট মতি
নষ্টপথের পথিক হবি?
অন্ধচলায় দে রে যতি।
মন্দ ছেড়ে ছন্দে আয় রে
জীবনটাতো অনেক দামী
মনমিলনের কুরুক্ষেত্রে
সবাই আমরা হবো নামী।