বাঁকাই নদী
নদীর স্মৃতি পড়লে মনে অশ্রু নামে চোখে
মাথায় আকাশ ভেঙে পড়ে ডিঙি নাওয়ের শোকে।
নদীর ছবি বুকের কোণে ঝুলে হেলেদুলে
লাল শাপলার ভরা মৌসুম থাকি কেমনে ভুলে ?
বরষা এলে নদীর জলে খেলে মাছের ঝাঁকে
বড়শি হাতে ছুটে কিশোর নদীর বাঁকে বাঁকে।
কিশোরীরা আঁচল ছেঁকে ধরে খলসে পুঁটি
হাতে শালুক উঁকি মারে বাঁধা ঝুঁটি ঝুঁটি।
বোরো ধানের আইল ঘেঁষে গাঁয়ের সরু পথ
নাওয়ে চড়ে ধায় হাটুরে নাও ছাড়া নাই রথ।
আঁকতে গিয়ে নদীর ছবি মনে লাগে চোট