Skip to content

৪ঠা নভেম্বর, ২০২৪ খ্রিষ্টাব্দ | সোমবার | ১৯শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

ভুলের ডানায়

একটা ঐশ্বরিক চুক্তি ছিল
প্রকৃতি ও মানুষের মধ্যে
ওরা ফুল, ফল,ছায়া দেবে
মানুষ বিনিময়ে দেবে একটু মায়া।

নদীগুলো তৃষ্ণার জল নিয়ে আসে
আর অকুণ্ঠ সবুজের হাতে থাকে
বেঁচে থাকার রসদ, শীতল ছায়া;
এখানে বৃষ্টি, জল, ছায়া সবি আছে
অবহেলাগুলো দীর্ঘ হতে হতে
ওরা অনেকটা দূরে সরে গেছে।

প্রতিদিন ভুলের ডানায় চড়ে
পৌঁছে যাই সূর্যের খুব কাছাকাছি;
আর প্রকৃতির নির্বাক দৃষ্টিতে দেখি
অযত্নে গড়ে ওঠা এক উষ্ণ মরুভূমি।

ডাউনলোড করুন অনন্যা অ্যাপ