বিশ্বকাপের উন্মাদনা

বিশ্বকাপের উন্মাদনা
শহর থেকে গ্রামে,
সমর্থকের ঝগড়াফ্যাসাদ
একটুও না থামে।
চায়ের স্টলে বাজারহাটে
চলছে কত তর্ক,
রাত্রিজেগে দেখছে খেলা
রাজিন, ফাহিম, অর্ক।
প্রিয় দলের জার্সি গায়ে
চলছে সবার রাতদিন,
বলছে তারা – আপাতত
অন্য বিষয় বাদ দিন।
খেলা নিয়েই কয়েকটি দিন
থাকবে সবাই মেতে,
বত্রিশ দল করছে লড়াই
সোনার ট্রফি পেতে।