স্বপ্ন আমার
স্বপ্ন আমার
হোঁচট খেয়ে
আবার ঘুরে দাড়ায়
কে যেন রে
পিছু ডাকে
বারে বারে তাড়ায়।
ইচ্ছে আমার
যাব আবার
তেপান্তরের দেশে
সাত সাগরের
ওপার যাব
ময়ূরপঙ্খির বেশে।
ইচ্ছেমত
ঘুরবো আমি
পূর্ণ হবে স্বপ্ন
তোমার জন্য
আনবো আমি
মুঠো ভরে রত্ন।