ইচ্ছে হলেই ঘুরে বেড়াই
ইচ্ছে হলেই ঘুরে বেড়াই
বনবাদাড়ে কত,
দু’চোখ মেলে দেখি আমি
দৃশ্য শত শত।
আকাশ দেখি সাগর দেখি
দেখি নদীনালা,
গোলাপ দেখি জবা দেখি
দেখি ডাল ও পালা।
পাহাড় দেখি ঝর্ণা দেখি
দেখি মরুর ধূলি,
পুকুর দেখি ডোবা দেখি
চোখের পাতা খুলি।
পশু দেখি পাখি দেখি
দেখি ফসল মাঠও,
দেখে দেখে নিই জীবনে
মানুষ হওয়ার পাঠও।
অনন্যা/এসএএস