রক্ত করো দান

মানব সেবা মহৎ সেবা
রক্ত করো দান,
তোমার রক্তে বাঁচে যদি
মুমূর্ষু এক প্রাণ।
একটি জীবন বাঁচালে ভাই
মনে পাবে সুখ,
অজানা এক প্রশান্তিতে
ভরবে তোমার বুক।
মানুষ রূপে জন্ম নিয়ে
আসলে ভবে ভাই,
সেই মানুষের পাশে থাকবে
এমনটাই তো চাই।
রক্তহীনকে রক্ত দিলে
বাসবেন ভালো রব,
তোমার গায়ে যত রক্ত
তিনিই দিলেন সব।
হাসপাতালে চিকিৎসাধীন
রক্তেহীনে আজ,
তোমার রক্ত দান করে ভাই
পুণ্যের করো কাজ।