Skip to content

২৪শে অক্টোবর, ২০২৪ খ্রিষ্টাব্দ | বৃহস্পতিবার | ৮ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

নদীরা মরে গেলে  

অপঘাতে বেশ কিছু নদী মরে গেছে 
কিছু নদী পড়ে আছে আইসিইউতে
নদীদের মৃত্যুর জন্য চলছে আড়ম্বরপূর্ণ আয়োজন!

কিছু নদীর ডায়াগনোসিস রিপোর্টও বেশ জটিল
আঘাতে অপঘাতে একদিন সব নদী মরে যাবে,
জলশূন্য চরাচরে তখন বালিগুলো চিকচিক করে হাসবে
বালিগুলো ধূসর প্রান্তরে এলোমেলো উড়বে বাতাসে 
অতঃপর মুছে যাবে যাপিত জীবনের চলনের সমস্ত দাগ।
 

একদিন 
মানুষ কান্না করার মত জলও খুঁজে পাবেনা কোথাও।

 

 

 

ডাউনলোড করুন অনন্যা অ্যাপ