Skip to content

৭ই জুন, ২০২৩ খ্রিষ্টাব্দ | বুধবার | ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

বর্ণমালার প্রেম

শাঁইশাঁই চাবুকের শব্দে লাল-ঝরনার গান
বাগযন্ত্রে আলপিন এফোঁড়ওফোড়, কণ্ঠে 
চাপানো রাজ-পেশির জগদ্দল পাথর 
তবুও বুক ফেটে বিস্ফোরিত হয় 'মা' 'মা' শব্দবোমা। 

 

এ কোন প্রেম! এ কো-ন প্রেম? প্রেম ছুটে 
আসে প্ল্যাকার্ডে প্ল্যাকার্ডে, মিছিলে মিছিলে;
উত্তাল ঝড়ের ভয়াল স্রোতে ভিজে ভিজে সে
মুষ্টি উত্তোলন করে
"এক দফা এক দাবি" "বাংলা দিয়ে তবে যাবি"

 

যমুনা রক্তের পললে আমার বর্ণমালা জেগে ওঠে, বুট-বুলেটের দানবিক লাশের উপর ভাষার সুর তুলে উল্লাস করে বাংলার মানবিক একুশ,
কল্লোলিত হয় পদ্মা মেঘনা যমুনার প্রান্তর
এ কোন প্রেম! এ কো-ন প্রেম? প্রেম জাগ্রত থাকে হৃদয়ে হৃদয়ে,

নিষুপ্ত রাত্রিতে বাঙালির সিথানে হাজার বছর ধরে ধাবমান অশ্বের মতো এ পৃথিবীর ধূলি উড়িয়ে চলে, 
গেড়েছে কালজয়ী নিশান ভূগোল ও ইতিহাসে। 

 

 

ডাউনলোড করুন অনন্যা অ্যাপ