Skip to content

৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিষ্টাব্দ | রবিবার | ২৪শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ

প্রান্তিক

কবিতা লিখতে লিখতে ফুরিয়ে যাওয়ার সময় আসে
ফেলে আসা কাদামাটি, পথ ঘাটের কথা মনে পড়ে
রেলগাড়ির মতো চলেছে পিঁপড়ে, ক্ষত জুড়ানো আঠা
বৃদ্ধের ত্বক ছুঁয়ে, আবালের পানা ডোবানো দুপুর।

 

নৌকোর গলুই ছুঁয়ে সূর্য ডুবে আসে, রাত্রির গন্ধ নিয়ে বাতাসে
উদ্বাস্তু চাঁদ পথহারা, লক্ষ্যহীন,ধুকে ধুকে তুমি কোন দেশে যাবে
এমন কি আছে কোনো দেশ, দু'দণ্ড শান্তি জুড়োবে
মাটির সাথে জুড়ে জুড়ে থাকে মাটি, পথের সাথে জুড়ে জুড়ে থাকে পথ
ছানি পড়া চোখে, নদী টেনে নিয়ে চলে শোক, তাপ বিজড়িত মহাকালের গাথা
ফাটলে ফাটলে  রক্তক্ষরণ হয়, ঝিমিয়ে পড়ে, জোছনা ভেজা রথ। 

 

ডাউনলোড করুন অনন্যা অ্যাপ