Skip to content

২৬শে নভেম্বর, ২০২৪ খ্রিষ্টাব্দ | মঙ্গলবার | ১১ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

ও পাষাণী

ও পাষাণী দেখা দিয়ে হারিয়ে গেলি কই
বুকটা আমার খাঁ খাঁ করে কেমনে একা রই
দুচোখেতে ঘুম আসেনা তোর নামটা অজানা
কেমনে আমি সই।।
ও পাষাণী দেখা দিয়ে হারিয়ে গেলি কই।।

ইচ্ছে ছিলো বুকের ভিতর বাঁধব সুখের ঘর
ভালোবাসার পৃথিবীতে কেন হলি পর
বুকটা আমার করে শুধু এখন ধড়পড়
এ ব্যাথা কেমনে আমি সই।
ও পাষাণী দেখা দিয়ে হারিয়ে গেলি কই।।

তুই কেন বুঝলি না আমি তোর দিবানা
ঘুম আসেনা দুচোখ ঘুম আসেনা
তোর মুখটা লাগে চিনা চিনা
বুকটা আমার খাঁ খাঁ করে কেমনে একা রই।।

বুকের ভিতর স্বপ্নছিলো রাখবো তোকে বেঁধে
হঠাৎ তুই দেখা দিয়ে আমায় গেলি কাঁদিয়ে
এ ব্যাথা কেমনে আমি সই।
ও পাষাণী দেখা দিয়ে হারিয়ে গেলি কই।।

ডাউনলোড করুন অনন্যা অ্যাপ