অকটোপাস
আমার দুচোখে ঘুম, মৃত্যুর মুখ, ফেনা হয়ে
দিক্চক্রবালে
পাথর ঘষে চলা ঝর্ণার জল, খসে পড়া
তুমি ছোঁবে বলে।
হ্যাঙারে টাঙানো খোলস, ছায়া দোলে
অশরীরী ছায়া
শেকলে জড়ানো হৃদপিণ্ড, ভাঙা খাঁচা
যেন চারপায়া।
দ্বোর খোলা, দ্বোর বন্ধ, ভেতরে আগুন তল
হাঁসফাঁস
শিরা কেটে রক্ত গড়ায়, ভ্রুণের হাত পা ছড়ায়
নোনা জল, সাঁতরানো, যেন অকটোপাস।