সবুজে আচ্ছাদিত প্রান্তর কনক কুমার প্রামানিক প্রকাশ: ৫ এপ্রিল ২০২৩, ০৩:০৮ পিএম দু’চোখ আমার জুড়ে যায়প্রকৃতি রূপ দেখে,মন বেজায় রঙিন হয়সবুজ রঙ মেখে।আচ্ছাদিত মাঠ এখনসবুজে গেছে ছেঁয়ে,শ্যামল বনানী হাসিখুশিসবুজ ছোঁয়া পেয়ে।বাংলা মায়ের রূপ সীমাবেড়েছে বহুগুণ,সবুজ ভরা মাঠ দেখলেভরে যায় এ মন। Share