রোদ ছুঁই
তোমার লাজুক চোখ দু'টো
কথা বলে
অবাক চেয়ে মন দোলে, তারুণ্য ছুঁই
ভাবি মুখোমুখি অনুক্ত কথামালায় রাত কেটে-
হউক ভোর কোন এক চলে।
দূরত্ব অনেক
রকেটের গতি হাজির হই
হৃদয়ে রক্তক্ষরণ
সঙ্গী হয়ে রই,কথা কই
শুনি ভালোলাগা কবিতার চরণ
ভেঙ্গে ভেঙ্গে নদী ঢেঊ দিগন্ত ছুঁই।
বিলি কাটে মনে যৌবনের গান
উত্তাল তরঙ্গে নদী পার হই,যোদ্ধা হই
অপারের হাসি মাখা রোদ ছুঁই
সবুজ ঘাসের বুকে সন্ধায় মিশে রই।
একটা ঘাস ফুল জোনাকির আলোয় মাথায় গুঁজে দিই।