বিজয়

বিজয় সে-তো সাদা-পায়রার
বাকুম বাকুম ছড়া,
তোমার আমার শখের বাগান
লাল-সবুজে ভরা।
বিজয় সে-তো ফাগুন কাঁপা
কোকিল পাখির গান,
সোহাগভরা মুক্ত হাওয়ায়
দোলে সোনার ধান।
বিজয় সে-তো স্বর্ণকমল
আম-কাঁঠালের ঘ্রাণ,
পাখি-ডাকা সবুজ গাঁয়ে
উল্লসিত প্রাণ।
সাজু কবীর প্রকাশ: ১২ ডিসেম্বর ২০২২, ১২:৩৭ পিএম
বিজয় সে-তো সাদা-পায়রার
বাকুম বাকুম ছড়া,
তোমার আমার শখের বাগান
লাল-সবুজে ভরা।
বিজয় সে-তো ফাগুন কাঁপা
কোকিল পাখির গান,
সোহাগভরা মুক্ত হাওয়ায়
দোলে সোনার ধান।
বিজয় সে-তো স্বর্ণকমল
আম-কাঁঠালের ঘ্রাণ,
পাখি-ডাকা সবুজ গাঁয়ে
উল্লসিত প্রাণ।