আমি নারী

আমি গর্বিত, আমি পুলকিত, আমি এক নারী
সন্মুখ দাঁড়িয়ে আমি অন্যায়ের প্রতিবাদ করি।
সততার পূজারী আমি, গড়ে তুলি ন্যায়ের স্তম্ভ
ভেঙেচুরে চুরমার করি অপশক্তির সকল দম্ভ।
আপোষহীন আমি, নিষ্ঠার সাথে করি বসবাস
চরিত্রহীনদের আতঙ্ক আমি, করে দিই সর্বনাশ।
মেধা দিয়ে করি চাষ, গড়ে তুলি সুন্দর সমাজ
আমি নারী, করি না ভয়, সাহস আমার তাজ।
আমি নারী, আমি পারি ভেঙে দিতে কুসংস্কার
সব জঞ্জাল সাফ করে সমাজকে করি সংস্কার।
আমি কন্যা, আমি জননী, ভগ্নিতে হই আশ্বাস
আমি জায়া, আমি মায়া, আমি যাচি স্বর্গবাস।