Skip to content

৩০শে অক্টোবর, ২০২৪ খ্রিষ্টাব্দ | বুধবার | ১৪ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

আগেভাগেই মাঠে গড়াচ্ছে নারী ক্রিকেটারদের খেলা!

আনুষ্ঠানিকভাবে নবম বাংলাদেশ গেমস শুরু হতে যাচ্ছে ১-১০ এপ্রিলে। আনুষ্ঠানিক সূচনার আগেই লড়াই শুরু হতে যাচ্ছে বাংলাদেশ নারী ক্রিকেট দলের।

 

সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে আজ শুরু হচ্ছে প্রতিযোগিতার প্রথম ম্যাচটি। সামনে দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দলের বিপক্ষে সিরিজ থাকার কারণে আগেভাগেই মাঠে নামছেন নারী ক্রিকেটাররা। লাল, নীল ও সবুজ- এই তিন দলে বিভক্ত হয়ে বাংলাদেশ জাতীয়, ইমার্জিং ও অনূর্ধ্ব-১৯ দলের খেলোয়াড়রা অংশ নিচ্ছেন।

 

প্রথম ম্যাচে লাল ও নীল দল পরস্পরের বিপক্ষে খেলবে। ১২ মার্চ অনুষ্ঠিত হবে ফাইনাল ম্যাচটি। তিন দলের প্রত্যেকটিতে ১৫ জন নারী ক্রিকেটারকে রাখা হয়েছে।

 

 

ডাউনলোড করুন অনন্যা অ্যাপ