মা
আমাকে হাত ধরে নিয়ে এসেছিল যে
সে আমার ম
আমাকে ঘুম পাড়িয়ে দিয়ে চলে গেছে যে
সে আমার মা
আমাকে ঘুম থেকে ডেকে তুলে দেওয়ার মতো
এখন আর কেউ নেই
বিছানায়, তালপাতার পাখা, রাখা
আমাকে জন্মদিনে পায়েস করে দেওয়ার মতো
এখন আর কেউ নেই
জ্বর কপালে জলপট্টিসম, কোমল হাত রাখার মতো
এখন আর কেউ নেই