নিকটবর্তী ও পরবর্তী বিষয়ক
নিকটবর্তী, দু'টুকরো কান্নার, একটুকরো
ছিটকে ছিটকে পড়েছে জলে
অন্য টুকরোটি,শুয়েছে পাশ ফিরে
পরবর্তী দাউ দাউ, আগুন হবে বলে।
ঘাটে অনেক নৌকো বাঁধা আছে
অনেক নৌকো ছেড়ে যাচ্ছে
অনেক নৌকো ফিরে আসছে
কারোরই জীবন স্থিতিশীল নয়।
গতির এই অবেলায় বারবার মনে পড়ছে
তাদের কথা
যারা আর কোনোদিন ফিরে আসবে না
প্রিয়তমার বুকে আগুন জ্বেলে ভালোও বাসবে না।
জীবন পারাপারের বৈঠা হাতে
জলে অথবা অস্তাচলে গিয়েছে মিলিয়ে।