কেমন করে বলি
আমার মনের কথাগুলো
কেমন করে বলি,
তোমার কাছে আসলে পরে
সবকিছু যে ভুলি।
বলতে চেয়েও পারি নাকো
কাঁপন লাগে গায়,
মুখের কথাও চেপে রাখি
কোন উপায় নাই?
কতই ভাবে বোঝায় তারে
ভালোবাসার কথা,
বৃথা রোদন শুধু আমার
বাড়ে কেবল ব্যথা।
কনক কুমার প্রামানিক প্রকাশ:
আমার মনের কথাগুলো
কেমন করে বলি,
তোমার কাছে আসলে পরে
সবকিছু যে ভুলি।
বলতে চেয়েও পারি নাকো
কাঁপন লাগে গায়,
মুখের কথাও চেপে রাখি
কোন উপায় নাই?
কতই ভাবে বোঝায় তারে
ভালোবাসার কথা,
বৃথা রোদন শুধু আমার
বাড়ে কেবল ব্যথা।