বৃষ্টি কথন

বৃষ্টি দিনে ভালো লাগে
বৃষ্টি বিলাস করতে,
বৃষ্টি দিনে ভালো লাগে
বৃষ্টি পানি ধরতে।
বৃষ্টি দিনে ভালো লাগে
সর্ষে ইলিশ রান্না,
আকাশ থেকে নামে হঠাৎ
বৃষ্টি ঝরা কান্না।
বৃষ্টি দিনে ভালো লাগে
তোমার ছোঁয়া পেতে,
চা'য়ের কাপে ঝড় উঠাবো
তোমার সাথে মেতে।
বৃষ্টি দিনে ভালো লাগে
তোমায় নিয়ে ভিজতে,
বর্ষা দিনের সদ্য কদম
তোমার খোপায় গুজতে।