Skip to content

১৮ই ফেব্রুয়ারী, ২০২৫ খ্রিষ্টাব্দ | মঙ্গলবার | ৫ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

বিজয় মানে

বিজয় মানে শৃঙ্খল ছেঁড়া
বিজয় মানে মুক্তি,
বিজয় মানে অফুরান উল্লাস
মানে না কোন যুক্তি। 

 

বিজয় মানে স্বাধীনতা সুখ
বিজয় মানে গর্ব,
বিজয় মানে স্বপ্ন আশায়
জড়ানো নতুন পর্ব।

 

বিজয় মানে হাসি আর গানে
দোলা দেওয়া এক ক্ষণ তো,
বিজয় মানে আত্মপরিচয়ে
ঘুরে দাঁড়ানোর পণ তো।

 

বিজয় মানে ইতিহাস গড়া
বুক চিতিয়ে যুদ্ধ,
বিজয় মানে আতর চন্দনে
অবগাহনে হওয়া শুদ্ধ।

 

 

 

ডাউনলোড করুন অনন্যা অ্যাপ