ছাপ
উদ্বাস্তুর পায়ের ছাপ মিলিয়ে আসে
হানাদারের বুটের ছাপ খোদিত হয় পাথরে।
মাটির বুকে মিলিয়ে যায় কতো শত, ইতিহাস আর ক্ষত
শাসকের রংবাহার সাজানো থাকে থরে বিথরে।
সীমানা উড়িয়ে মানুষে মানুষে, মিলন যদি না-আসে
এভাবেই রক্ত ঝরেছে, রক্ত ঝরবে অবিরত।
সেদিন খুব দূর বেশী নয়, মদিরার উল্লাসে
সেদিন খুব কাছে কাছেই ঘেঁষে ঘেঁষে থাকে।
স্বৈরাচারীর সন্ত্রাসে,দিনের শেষে, যাদের মুখে রক্ত ওঠে
রাতের শেষে, শ্মশানে, চুল্লীতে ফোটা ভাত তুলে নেয় পাতে।