কী হবে শরৎ এলে
কী হবে শরৎ এলে
ফুটলে জবা জুঁই
আমায় ফেলে দূরে সরে
যদি থাকিস তুই!
তুই না এলে বসন্তেও
ফুল ফোটে না বাগে
তোকে ছাড়া ভর দুপুরও
রাত্র নিশি লাগে।
তোর বিরহে রাতের তারা
চাঁদের আলো ম্লান
তোকে কাছে পেতে সদা-ই
মন করে আনচান।
স্বপ্ন দেখা মিছে সবই
তুই না কাছে এলে
অর্থহীন এই জগৎ সংসার
না-ই বা তোকে পেলে।