মায়া
দেখা যদি হয় আবার সাঁঝের মায়ায় গোধূলি বেলায়,
সূর্যটাও মিলিয়ে যায় আলো আঁধারে লুকোচুরি খেলায়।
মাহেন্দ্রক্ষণ আসে যদি পরশনিবে কি ঠোঁটের উষ্ণতায়?
মহাকালের কত আদর সঞ্চিত হেমন্তে বসুধার বুকে ,
মুখে মুখে তালা আজি কথা হবে শুধু চোখে চোখে।
মন্দ বলে বলুক না হয় স্বপ্নপুরীর দুষ্ট কিছু লোকে,
তাই বলে কি প্রেম দিব না সকল পাওয়ার সুখে!
সাধ্যি কার বাবার হৃদয় দিয়ে হৃদয় ছোঁয়া রোখে?
ডুবছে রীতি নীতি দুলছে মন ছায়াহীন এক মায়ায়
কোন বাঁধনে বেঁধেছ মনভুলানো ভালোবাসার কায়ায়।
আজন্ম সঙ্গী প্রণয়ী প্রাণ চায় তায় কত শত পিয়াসায়,
বাসনার ভেলায় বাঁধা খেলাঘর স্বর্গ পাওয়ার আশায়।
তোমাতে কি যে বাঁধভাঙ্গা মোহ জানে তা গ্রহ উপগ্রহ !
চাঁদভেজা জোছনা বিলাসে পোয়াতি রাতের যত আগ্রহ।