Skip to content

৫ই ফেব্রুয়ারী, ২০২৫ খ্রিষ্টাব্দ | বুধবার | ২২শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

নারীর খেলার অধিকার নিয়ে ইনস্টাগ্রামে সরব সানিয়া মির্জা

টেনিস মিক্সড ডাবলসে এক সময় শীর্ষে ছিলেন এই ভারতীয় টেনিস তারকা। আর তাকেই কিনা শুনতে হয়েছিল কালো হয়ে গেলে কেউ বিয়ে করবে না।

 

নারীর খেলার অধিকার নিয়ে ইনস্টাগ্রামে সরব সানিয়া মির্জা

 

ইনস্টাগ্রামে পোস্ট করা ভিডিওটিতে দেখা যায় সানিয়া মির্জা বিভিন্ন অঙ্গভঙ্গি করছে তার সঙ্গে লেখা ‘একজন মেয়ে যখন খেলাকে তার পেশা হিসেবে বেছে নেয়, তখন তাকে কি কি শুনতে হয়। রোদ্দুরে ছেলেরা খেলে, তুমি রান্না শেখো। কালো হয়ে গেলে কে তোমায় বিয়ে করবে? পরিবার হলে তুমি খেলবে কি করে? সন্তান হলে তোমার খেলোয়াড় জীবন শেষ হয়ে যাবে’।

 

নারীর খেলার অধিকার নিয়ে ইনস্টাগ্রামে সরব সানিয়া মির্জা

 

এর আগেও অনেক বার মেয়েদের খেলার অধিকার নিয়ে কথা বলেছেন এই টেনিস তারকা। সানিয়া মির্জা শুধু ভারত নয়, বিশ্ব টেনিসের মঞ্চে এক উজ্জ্বল নাম। ২০১০ সালে পাকিস্তানের তারকা ক্রিকেটার শোয়েব মালিককে বিয়ে করেন তিনি। ২০১৮ সালে সন্তানের জন্ম দেন সানিয়া মির্জা।  ৩৪ বছর বয়সের এই টেনিস তারকা এখনও খেলে চলছেন বেশ সুনামের সাথে।

 

 

 

ডাউনলোড করুন অনন্যা অ্যাপ