অপরূপা হেমন্ত
হেমন্তকাল আসে যখন
সোনার বাংলাদেশে,
মাঠে মাঠে সোনালি ধান
উঠে মুচকি হেসে।
ধান কেটে তা মাড়াই করে
চাষা-চাষী মিলে,
টেংরা-পুঁটি খেলা করে
পুকুর-নদী-বিলে।
শিশির ঝরে রাত্রি-ভোরে
হিমেল হাওয়া বয়,
শিউলি বকুল সুবাস ছড়ায়
মন যে মাতাল হয়।
পিঠাপুলির ধুম পড়ে যায়
নবান্ন উৎসবে,
অপরূপা হেমন্তকাল
অনন্তকাল রবে।