জীবন শূন্য নয়
এই পৃথিবীতে নিয়ে আসে আপন মানুষ আপন করে,
কতটা মায়ার এই জীবন।
হয়তো অনেক কিছু থাকে অতৃপ্তির,
অনেক আপন পর হয়ে যায়।
তবুও জীবন সুন্দর,
কোথাও লুকিয়ে থাকে বেঁচে থাকার অদম্য আগ্রহের কারণ।
চলে গেলে সব শূন্য হ’য়ে হারায়ে যায়,
কিছুই থাকে না ফিরে পাওয়ার ফিরে আসার।
কিছু প্রাপ্তি সময় বেঁধে আসে জীবনে,
হোক ভালোবাসা বা সাফল্যের চাবি।
সময়ের আগে কিছুই আসে না হাতে,
অপেক্ষা হয়তো দীর্ঘ হয় সময়ের পথে।
তবুও এ জীবন তো হার মানার কাব্য নয়,
কেউ চলে যাওয়া মানেই আমি শূন্য নই,
কিছু না পাওয়া মানেই আমার হেরে যাওয়া নয়।
হোঁচট খেলেই সেটা জীবনের শেষ পরিণত নয়,
জীবন থমকে যাওয়া মানেই জীবনের সমাপ্তি নয়।
কিছু সময়ের থেমে থাকা বা অতৃপ্তি মানুষের জীবনের
নতুন পথের দিশারী হয়ে ফিরে আসে গোলকধাঁধা হয়ে।
অপেক্ষা সেই সময়ের জন্য যার হাত ধরে জীবনের পথ
এঁকেবেঁকে চলবে শেষ সীমানা পর্যন্ত।
পাওয়া না পাওয়ার হিসাব থাক বাকির খাতায়,
হাজারো শূণ্যতা নিয়ে বাঁচে মানুষ পথের ধারে,
হাজারো মানুষ কাঁদে হাসির আড়ালে নীরবে নিভৃতে।