অপেক্ষা নেই!
আমার অলস জ্যোৎস্নারা জমে আছে,
সেখানে আর মিছে অপেক্ষা নেই।
বদ্ধ সময়গুলোতে যখন অজস্র ভালোবাসার কাব্য এসে ভিড় করে,
আমরা তখন যে যার পথে ভীষণ অপরিচিত।
অথচ আমাদেরও একসাথে স্বপ্নগুলোকে সাজানোর কথা ছিল।
কথা ছিল ভালোবাসবার!
যেদিন প্রথম, হাত বাড়িয়ে বলেছিলে এবার কি অন্তত হাতটা ধরা যায়!
আমি নির্বাক শ্রোতার মত স্থির হয়ে শুনছিলাম।
আমার ভেতর বাহির একসাথে বলছিল, আরেকবার ভালোবাসি।
তখন তো আমার জানা ছিল না, ভালোবাসলেই সব ভরসার হাত একান্ত হয়না।
এখন আর ভালোবাসা খুঁজিনা।
চাঁদের আলো আমার শরীর ছোঁয় না,
কিংবা, বৃষ্টি এলে ভিজবার জন্য মনে আকুলতা বাড়েনা।
শুধু আমি একা বসে থাকি, অপেক্ষা হীন হয়ে।
আমার অলস জ্যোৎস্নারা জমে আছে,
সহস্র কোটি বছর ধরে।
সেখানে আর কোন অপেক্ষা নেই।