এই জীবন
জীবন মানে জয়ের দেখা
আবার দুঃখের বেলা
সময়কে খুব মূল্য দিব
করবোনা কেউ হেলা।
হতাশাতে ভেঙে পড়া
যে মানুষের নীতি
জীবনের এই চলার পথে
আছে অনেক ভীতি।
পরাজয় ভাই আসে আসুক
পাগল কেনো শোকে
আসবে একদিন সফলতা
দেখতে পাবে চোখে।
রাখব হাসি সদা মুখে
মিথ্যা বিলীন করে
অসৎ পথের পথিক যারা
দুঃখের জীবন গড়ে।
বীরের মত বাঁচতে শিখো
থাকব ভালো কাজে
বীরপুরুষের নেই তুলনা
এই ভুবনের মাঝে।