রঙিন ঘুড়ি
লাটাই সুতো হাতে নিয়ে
উড়ায় রঙিন ঘুড়ি;
বন বাদাড়ে পথেরধারে
সারাটা দিন জুড়ি!
পাল্লা দিয়ে উড়ছে ঘুড়ি
ওই যে আকাশ পানে;
যেদিক খুশি সেদিক দিয়ে
লাটাই সুতো টানে।
ঘরে খোকার মন বসেনা
ইচ্ছেডালা মেলে;
প্রজাপতির মতো সে যে
নেচে গেয়ে খেলে!
ঘুড়িটাকে বানায় খোকা
কত চিন্তা করে;
যতই ধরুন আউলা বাতাস
না যায় যেন পড়ে!