Skip to content

জীবন ঘড়িটা

জীবন ঘড়িটা

জীবন ঘড়ি আজো চলছে
টিক টিক করে বেজে,
অনেক রঙ্গের রং তুলিতে
দেহ খানি সেজে।
হঠাৎ যখন আসবে আমায়
পরো পারে নিতে,
দমের গাড়ি দিবে পারি
ব্যস্ত বিদায় দিতে।

টাকা পয়সা বাড়ি গাড়ি
সবই পরে রবে,
মোহ মায়া ত্যাগ করে
চলে যেতে হবে।
কি করেছি রঙ্গ মহলে?

চিলে কোঠায় ঘরে,
ভাবছি আমি সময় শেষে
করবো যে কি পরে?
শিশু সময় হেলায় হেলায়
যৌবন গেলো রঙ্গে,
বৃদ্ধ বয়স শক্তি নাহি
আমার সারা অঙ্গে।