Skip to content

৩০শে অক্টোবর, ২০২৪ খ্রিষ্টাব্দ | বুধবার | ১৪ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

তোষণ তন্ত্র

সাঁকো গুলো ভেঙে সব সেতু হলো;
                      বলা হলো না,
নিষেধের দরিয়ায় ঘেরাটোপ নিভে যায়;
                       বলা হলো না,
দ্রুত গতি অবনতি আসলে তা জীবনের ক্ষতি
কালের নিয়মে আবেগকে ভুলে যায় প্রজন্মের দল হয়ে চঞ্চল,
স্বাদ নেই;গন্ধ নেই;লোভ নেই;ক্ষোভ নেই
এমন সকল তরলের সন্ধান দুস্কর,ইহার সূচনা বিরল।

 

নেতারা স্বরলিপি আঁকে নিজেদের মতো করে
মসৃণ রাস্তায় মরীচিকা হেসে রয়
ইমারত সাজায় তারা নিজেদের মতো করে
একা পড়ে থাকে বৃক্ষের সাক্ষী।
স্থির জল;
স্থির ঘাট
স্থির ছায়া শীতল,
কখনো তারা যায়নি হারিয়ে
পথ সরে যায়নি পথের পথ হতে দূরে।

 

সাঁকোর ঠিকানায় সেতু দিয়ে মনগড়া
মনমরা প্রজন্ম এখন সতেজ হবে
অহেতুক সাঁকো ভেঙে সেতু গড়া,
অহেতুক স্বপ্নের মরীচিকায় ছুটে চলা
ছুটে চলা আশ্রয়হীন মিথ্যের ঠিকানায়,
নীতির নির্ধারণ হবেনা আমরণ
প্রাপ্তির আঁচলে বাঁধা আছে ধ্বংসের সন্ধিক্ষণ।

 

ছাইয়ে ঢাকা আছে তুষের আগুন
ক্ষণিকের লালসায় সেতু দিয়ে মনগড়া নির্মাণ
আসলে তা খোলসের আগুন।

 

 

ডাউনলোড করুন অনন্যা অ্যাপ