Skip to content

১লা ডিসেম্বর, ২০২২ খ্রিষ্টাব্দ | বৃহস্পতিবার | ১৬ই অগ্রহায়ণ, ১৪২৯ বঙ্গাব্দ

হলুদ পাঞ্জাবির হিমু

হলুদ পাঞ্জাবি পরিহিত-
নগ্ন পায়ে রাজপথে বিহান রাতে চলা হিমুকে
আর দেখা যাবে না কভু আনমনে হেঁটে যেতে
উষ্কখুষ্ক লম্বা চুলে আর আঙ্গুল চালাবে না সে।

রুপারাও আজ আর প্রণয় পসরা সাজাবে না
আধুনিক সভ্যতায় পাগলামো যে বড় বেমানান
চোখভরা কল্পনার সাত রঙ মিলিয়ে যাবে দূরে
ভালোবাসার রুপা হিমুরা ইতিহাসে চির অম্লান।

হুমায়ুন সাহেবের অনবদ্যতা তবু লীন হবার নয়
শ্রদ্ধায় অবনত শির, বিরহিত প্রাণে ম্লান অন্তর
মিহির আলীরাও বিস্মৃতির অতলে ডুবে গেছে
অন্তরে কল্পনায় তবু শিহরণ দিয়ে যায় রাতভর।

ডাউনলোড করুন অনন্যা অ্যাপ