উপলব্ধি
ছুটি শেষে আপন বেশে
ফিরছি ঢাকার বুকে
ঢাকার বুকে ফিরেই যেন
মরছি ধুঁকে ধুঁকে।
কোথায় আমার নদীর কূলের
সবুজ শ্যামল গাঁও
যেথায় বাঁধা ঘাটে ঘাটে
ছোট্ট ডিঙি নাও!
পাখপাখালির কিচিরমিচির
ঘুম ভাঙাতো রোজ
চড়ুই শালিক সকাল বিকাল
রাখতো যেথায় খোঁজ।
ভরদুপুরে দোয়েল পাখি
গান শোনাতো এসে
সারাটাদিন কেটে যেতো
তাদের ভালবেসে।
এই শহরে মুক্ত হাওয়া
সোনা রোদের আলো
পাওয়ার আশা স্বপ্ন নিছক
না চাওয়াই ভালো।
অনন্যা/এসএএস