তুমি আসবে বলে
তুমি আসবে বলে
অপেক্ষায় আছি পথ চেয়ে।
শরৎ ও গেলো চলে!
আবার এসো না হয়
হেমন্তের শেষে।
যদি না এসো ফিরে
অপেক্ষায় থেকে লাভ কি হবে।
আমি হারিয়ে যাবো এই বর্ষা তে।
আবার যদি আসি কখনো
ভোরের শিশির বিন্দু হয়ে।
তোমার শাড়ীর আঁচল দিয়ে
মুছে ফেলে দিও আমাকে।
তবেই সার্থক হবে আমার জীবন।