Skip to content

২৪শে অক্টোবর, ২০২৪ খ্রিষ্টাব্দ | বৃহস্পতিবার | ৮ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

মাত্র ১৯ বছর বয়সে ক্রীড়া উপমন্ত্রী হলেন নারী ফুটবলার

মাত্র ১৯ বছর বয়সেই লাতিন আমেরিকার দেশ বলিভিয়ার ক্রীড়া উপমন্ত্রী হলেন দেশটির নারী ফুটবলার সিয়েলো ভিজাগা। সবাইকে রীতিমতো  চমকে দিয়েছেন তিনি। বয়সভিত্তিক বিভিন্ন পর্যায়ে বলিভিয়ার প্রতিনিধিত্ব করা এই নারী ফুটবলারকে দেশটির ক্ষমতাসীন দল মুভমেন্ট ফর সোশ্যালিজম (এমএএস) উপমন্ত্রী দায়িত্ব দিয়েছে। 

 

বলিভিয়ার প্রেসিডেন্ট লুইস আর্সে দেশের ক্রীড়াঙ্গনের অবস্থার উন্নতির জন্য বেশকিছু  সিদ্ধান্ত নিয়েছেন। যার মধ্যে অন্যতম নারী ফুটবলার সিয়েলো ভিজাগাকে উপমন্ত্রীর দায়িত্ব দেওয়া। 

 

এদিকে, দায়িত্ব পাওয়ার পর প্রথম ভাষণে সিয়েলো ভিজাগা বলেন, যে কোন মহামারীর বিরুদ্ধে সেরা ওষুধ হচ্ছে খেলাধুলা। কোন দেশকে একত্রিত করতে, একমতে প্রতিষ্ঠিত করতে সেরা রেসিপি হচ্ছে খেলাধুলা। বলিভিয়ার খেলার উন্নয়নে আমি তরুণ ক্রীড়াবিদদের নিয়ে কাজ করব।

 

 

 

ডাউনলোড করুন অনন্যা অ্যাপ