আলোর পথ
ঈশান কোণে ঝড়োমেঘ-
অস্থির মনে বিষাদের ছায়া
এই বুঝি আসবে প্রলয়ঙ্কর;
তাণ্ডব চিত্র হবে ভয়ংকর!
হঠাৎ মৃদু শীতল হাওয়া-
স্পর্শে দোলায় অশান্ত মন
ধীরে ধীরে কেটে যায় মেঘ;
সূর্যালোকে উঁকি দেয় আশা।
অন্ধকার শেখায় আলোর পথ-
বিচলিত নয়, বিচক্ষণতায় সঠিক রথ।
অনন্যা/এসএএস