বিটুলের দিনকাল
বিটুল ঘুমায় ফুটপাতে ঐ- মাথার নিচে ইট,
তার পাশেতে ঘুমায় এসে- মশা মাছি কীট।
বেওয়ারিশ ঐ কুকুরগুলো নিত্য সাথী তার,
আকাশের ঐ তাঁরা গুনে পাঁজর ছেঁড়া হাড়।
তবুও বিটুল দাঁত কেলিয়ে হাসে দারুণ রোজ,
চায় না বাড়ি, চায় না গাড়ি খাবার করে খোঁজ।
কেউ যদি ঠিক শুধায় তাকে কোথায় রে তোর বাড়ি?
বিটুল তখন মুচকি হাসে- দেখায় তাড়াতাড়ি।
আকাশ তলে যা আছে সব- বাঁধি আমার ঘর,
বৃষ্টি এলেই ঘরটা নড়ে- শীতে নাই ঠিক ডর।
যখন যেথায় ইচ্ছে আমার দিতে পারি ঘুম,
তোমার কেন ঘুম আসে না- পেয়েও মায়ের চুম?
আমার মায়ে কোথায় থাকে- বাপ যে গেল কই,
আমি আজও মায়ের খোঁজে একলা জেগে রই।
অনন্যা/এসএএস