শরতে নিমন্ত্রণ
শরৎকালে এসো বন্ধু তুমি আমার গাঁয়ে,
ভাটিয়ালি শোনে শোনে চড়বে পালের নায়ে।
দেখবে সাদা কাশের শোভা নদীর দু’কূল জুড়ে,
সাদা বক ও পানকৌড়ি কেমন করে উড়ে।
শাপলা, শালুক, পদ্ম দেখে জুড়িয়ে নিবে আঁখি,
সকাল-বিকাল শুনবে তুমি পাখির ডাকাডাকি।
ক্লান্তি এসে হঠাৎ যদি ভর করে যায় দিলে,
শীতল হতে শান্ত জলে কাটবো সাঁতার মিলে।
গাছের ডালে দেখবে নাচে চড়ুই, দোয়েল, ফিঙে,
হিমেল হাওয়ায় দুলবে কত মিনজিরি, জুঁই, ঝিঙে।
ইচ্ছেমতো খাবে তুমি তালের রসের পিঠা,
খাবে যত লাগবে তত সুস্বাদু ও মিঠা।
নীল আকাশে দেখবে সাদা মেঘের ওড়াউড়ি,
মন চাইলে তুমিও হবে ইচ্ছেডানার ঘুড়ি।
কাচা আমন ধানের ক্ষেতে দেখবে সবুজ আলো,
শিউলি, বকুল কুড়িয়ে তোমার লাগবে অনেক ভালো।
অনন্যা/এসএএস