Skip to content

৪ঠা অক্টোবর, ২০২২ খ্রিষ্টাব্দ | মঙ্গলবার | ১৯শে আশ্বিন, ১৪২৯ বঙ্গাব্দ

প্রত্যাবর্তন

বৈতরণীর ঘাট থেকে ফিরে আসলাম,
তোমার মায়ায়, তোমাদের মায়ায়।

কি হবে স্বর্গে গিয়ে?

যেখানে সুখব্যতীত কোন দুঃখ নাই,
বিরহে জ্বালা নাই, অভিমান নাই, প্রতীক্ষা নাই।

নদীর ঐপাড়ে সুরসুন্দরী ডেকেছিল মধুর সুরে,
দেখে বিভোল হইজুড়ায় মনপ্রাণ, পরে বাঙালি মনোহরা রমণীদের কথাই মনে পড়ে
মনে পড়ে রজকিনীদের অমর প্রেমের উপাখ্যান!

ফিরে আসলে
যদি মানুষ হিসেবে গ্রহণ না করো আমায়,
তবে পানকৌড়ি হয়ে কাটাব দিন,তিতাসের
আঙিনায়!
নয়তো, ভোরের ঘুঘু হবো,অক্লান্ত ডেকে যাবো,
তবুও এই বাংলাই রবো।

যার মাটি স্বর্গের চেয়ে খাঁটি, মাতৃস্তনের মতোই কোমল।

অনন্যা/এসএএস