Skip to content

মাতৃভাষা

মাতৃভাষা

কত প্রতিবাদের রক্তঝরা ইতিহাসে
মাতৃভাষা আজও কাঁদছে!
জাগো,শত শত কলম শক্তিধর,
নিজের নিজের মাতৃভাষা বাঁচাতে।
না হলে অত্যাচারী মহাকাল
একদিন ইংরেজই শাসন চালাবে!