Skip to content

আষাঢ়ে কদম ফুল

আষাঢ়ে কদম ফুল

মিষ্টি বাতাস বর্ষা বইছে
আষাঢ় মাসের কালে,
হলুদিয়া সুবাস ছড়ায়
কদম ফুলের ডালে।

গন্ধ ছড়ায় সকাল বিকাল
বাতাস বহে দিলে,
টাপুর টুপুর বৃষ্টি ঝরে
আমার বাড়ির ঝিলে।

বৃষ্টি ভেজা পাতায় পাতায়
আষাঢ় কদম ফুলে,
পাক পাখালি কলরবে
মিলছে দুটি কুলে।

হরেক রকম ফুটন্ত ফুল
আষাঢ় মাসের জাগান,
পাড়ায় পাড়ায় গন্ধ বিলায়
কদম ফুলের বাগান।

জ্যৈষ্ঠ আষাঢ় সুবাস ছড়ায়
রোদ বৃষ্টির ক্ষণে,
কদম ফুলের আগমনে
দোলায় সবার মনে।