ফুটো থালার পৃথিবী
চেয়েছিলে শুধু ক্ষমতা
তোমরা তা পেয়েছ
দিনে দিনে অক্ষমের গুঁড়িয়ে দিয়েছ মাথা
ছিলো শুধু দুবেলা দুমুঠো ভাতের দাবী।
তোমাদের হাতে যখন দুনিয়া খোলার চাবি
পারতে না, দিতে তা
কিন্তু তা হয় না
না হতে হতে, না পেতে পেতে।
চায়তে চায়তে ওরা ভাষা হারায়
এখন থালার ওপরে যদি পড়ে ভাত
তলা দিয়ে গড়িয়ে পড়ে যায়
ফুটো থালার পৃথিবী, শূন্যে, মাটির ওপর রাখা।