নীলাকাশে মেঘে ভেসে
আমার যেতে ইচ্ছে করে
নীলাকাশে মেঘের তরে
দূর অজানায় ভেসে,
মেঘের ভেলায় খেলব খেলা
মরুগিরি করে হেলা
আসব ফিরে শেষে।
মহাসাগর দেখব আমি
থাকব না’কো আজকে থামি
আকাশ বাতাস পুরে,
জগৎটাকে দেখব আজি
ধরে আমার জীবন বাজি
সকল কিছু ঘুরে।
আকাশ থেকে দেখব মানুষ
উড়ায় যারা রঙিন ফানুস
আসতে মেঘের ভেলায়,
উড়ছে তারা কেমন করে
বৃষ্টি বাদল বায়ূর পরে
জীবন নিয়ে হেলায়।
বিশ্ববাসী দেখবে খেলা
জীবন নিয়ে কত হেলা
আমার আপন কাজে,
মঙ্গলগ্রহে গড়ে ঘাঁটি
দেখব তাহার আপন মাটি
নভোচারী সাজে।